মা-বাবার ঐ ছেলেটা এম,এ, করে পাস
বেকার হয়ে বসে আছে সেই যে বার মাস।
        নেই যে কড়ি, নেই যে চাচা
        এমনি কি হয় চাকরি বাছা !
তারে নিয়ে নানান লোকে করছে উপহাস,
মলিন মুখে ছেয়ে  আছে দুঃখ যে একরাশ।
অদ্যাবধি বাদ দেয়নি চাকুরি কোথাও খোঁজা
মামা ছাড়া চাকুরি পাওয়া এতই কি তা সোজা ?
         করবে কি সে পাচ্ছে না কূল
         ভাবনাতে তার পাকছে যে চুল
কলকারখানায় লোকে ভিড়ে যায় না মাথা গোঁজা,
বাবা-মায়ের কাছে এখন তাইতো সে এক বোঝা।
কত ইন্টারভিউয়ে ফার্স্ট হয়েছে মিঃ কামাল পাশা
চাকুরি তবু হয়নি আজো, নেইতো যে আর আশা।
        বেকায় হয়ে আর কতকাল
        বাবা মায়ের খাবে সে গাল
মুখ থেকেও পাচ্ছে না সে বলার কোনই ভাষা,
হারিয়ে গেছে সোনালী দিন, প্রিয়ার ভালবাসা।