শেয়ার ব্যবসায় নেমে আদিল
                  করেন লাভের ধান্দা,
তার শেয়ার বিক্রির নগদ টাকা
              কোমরে থাকত বান্ধা।
টের পেয়ে তা হাইজ্যাকারে
সব টাকাই তার নিল কেড়ে
সেই টাকার শোকে বুক চাপড়ায়ে
                 কাঁদেন সকাল-সন্ধ্যা,
আবার তার উপরে বছর ভরে
               শেয়ার বাজারও মন্দা।
তাই কি করবেন আদিল এখন
              উপায় খুঁজে পান না,
লোনের টাকায় শেয়ার ব্যবসা
            করতে এখন চান না।
শেয়ার ব্যবসা করতে গিয়ে
বউয়ের গয়নাও গেল খুয়ে
বিষ খাবেন যে সে টাকাও নেই
                   বন্ধ যে তাই রান্না,
আজ শোকে আদিল পাগল হয়ে
                 ডুকরে করেন কান্না।


মাত্রাবৃত্ত ছন্দে