কোন যেন এক দেশে ছিল সিংহ মহারাজা
নিরীহ পশু  ধরে খেতো প্রায়ই দিত সাজা।
সে যেমন ছিল বদমেজাজী তেমনি অত্যাচারী
দেখলে তারে বনের পশু ছেড়ে পালায় বাড়ি।
সে মহারাজের গুরু-গম্ভীর গর্জনেরই চোটে
হঠাৎ করে থেকে থেকে সে দেশটা কেঁপে ওঠে।
অত্যাচারে দেশের মানুষ ভীষণ রকম ক্ষেপে
ধরে এনে বদ মেজাজী সিংহটাকে পরে–
রাখল শেষে চিড়িয়াখানার একটা ছোট্ট ঘরে।
আগের মত গর্জে না আর ঢিল ছুঁড়লেও গায়,
দেখতে গেলে মানুষ তারে ভাবনাতে ঝিমায়।
আরো কায়-ক্লেশে পিষ্ট হয়ে নেই দেহে তার বল,
বদ্ধ ঘরে ভোগছে এখন অত্যাচারের ফল।