ঐ মেয়েটার নাম আতুরি,
গায়ের গন্ধে ভূত পালায়
দেখতে সেকি বিচ্ছিরি !
আর ঐ তো ভোলানাথ,
তেলের পয়সা জোটে না তার
বাবরি যে একহাত।
ও পাড়ার ঐ টুকুর,
ভাত নেই তার আছে তবু
তিনটা পোষা কুকুর।
চাষার ছেলে রাবু,
লেখা-পড়া নাই কিছু তার
তবু বেশ-ভূষাতে বাবু।
একটা ছেলে দুলির
শুধু বড় লোকী গপ্প করে
কাজ করে খায় কুলীর।
দেখি কোটিপতি রনী,
ছেঁড়া জামা গায়ে যে তার
কে বলবে ধনী ?
আজমত উল্যা হাজি,
কিন্তু কথা-বার্তা,চাল-চলনে
সবাই বলে পাজি।
বাদশার ভাই নবাব,
নবাবের নেই জায়গা-জমিন
বারো মাসেই অভাব।
আলেয়ার বোন আলো,
কিন্তু আলোর দেখি গায়ের বরণ
কুচ কুচ করে কালো।
বস্তির মেয়ের নাম রিচি,
হাসলে দেখি দাঁতগুলো তার
যেন কদুর বিচি।
আর ঐ মেয়েটির নাম রূপা,
কিন্তু চোখগুলি তার পেঁচার মত
দেখে হাসেন ফুফা।
শোন গোলপাতা নয় গোল,
দুষ্ট লোকেরা সব সময়েই
বাজায় পরের ঢোল।