আমার এক ভাই মঞ্জুরুল
লেখবে লেখা শুধুই ভুল।
অংক  মোটই করে না,
পড়া বেশী পড়ে না।
সকাল বেলা বই রেখে
মুড়ি খাবে তৈল মেখে।
প্রশ্ন করলে বসে থেকে
হ্যাঁ করে চেয়ে দেখে।
কেউ গল্প দিয়ে পাবে না,
কভু অল্প কিছু খাবে না।
খাবার এলেই ঝগড়া করে
কথায় কথায় অশ্রু ঝরে।
এমন সুখের কপাল হায়
দামী কাপড়,জুতা পায়।
মাঝে মাঝে স্কুলে যায়,
পরীক্ষাতে গোল্লা পায়।
কেবল করে দুষ্টামি
তার কথা কি বলব আমি।
তাই সে সবার চোখের বালি
ফুরায় না আর কথার ডালি।
শেষ হল আজ কাগজ-কালি
অনেক কথাই থাকল খালি।
সে সব কথা বলব পরে–
দেখা হলে গল্প করে।
ইতি–kমন