বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল,
গরমে পাকে আম-কাঁঠাল।
আরো পাকে লিচু ও জাম,
যত পচা ফলের সস্তা দাম।
গরম ছাড়াও এ দু’ মাসে
যখন তখন ঝড়ও আসে;
ঝড়ের নাম কালবৈশাখী,
ঝড়ের সময় ঘরেই থাকি।
গ্রীষ্মের রোদের প্রখর তাপ,
সবাই বলে বাপরে বাপ !
রোদে শুকায় খাল-বিল,
বিলের ধারে ডাকে চিল।
যেন কাঠ ফাটা রোদ পড়ে,
সবার ঘাম ঝরে দর দরে।
এ গ্রীষ্মকালে ভেপসা গরম,
গরমে থাকে মেজাজ চরম।
তখন সবাই  বৃষ্টি চাই,
বৃষ্টি এলে স্বস্তি পাই।