প্রেম বোঝে না ভাল মন্দ কিছু,
তাই রাজার মেয়েও ঘুরে মরে
চাষার ছেলের পিছু।
প্রেমের কাছে তুচ্ছ অতি ধন,
তাই রাজাও সুখের রাজ্য ছাড়ে
মজলে প্রেমে মন।
প্রেম শোনে না বিধি-নিষেধ-বাধা,
তাই কৃষ্ণের প্রেমে পাগল হয়ে
ছুটে আসেন রাধা।
প্রেম মানে না কি সম্বন্ধ-জাত !
হঠাৎ ফুলমতি তাই পালিয়ে গেল
ধরে জামাইর হাত।
প্রেম মানে না লোক-লজ্জা-ভয়,
তাই প্রেমের জন্য মরতেও পারে
যেজন প্রেমিক হয়।
প্রেমিক মরে, প্রেম মরে না তবু,
কোন লাভ-লোকসান হিসেব করে
প্রেম হয় না কভু।
সত্যিকারের প্রেমের মরণ নাই,
আজো এমনি করে যুগে যুগে
প্রেম যে আসে তাই।


* ‘জামাই’ বলতে নিজ মেয়ের স্বামী (ঢাকায় জামাই মানে নিজের স্বামী কিন্তু এখানে ‘জামাই’ মানে নিজ মেয়ের স্বামী অর্থাৎ জামাইর হাত ধরে বলতে শাশুড়ী নিজ মেয়ের স্বামীর সঙ্গে পলায়নকে বলা হয়েছে)