ডিগ্রী পেয়েও চাকরি এখন
              হন্যে হয়ে খুঁজি,
ভাগ্যে শেষে জুটল না ছাই
               পিয়নগিরিটাও বুঝি !
নিজের পেটের ভাত যোগাতে
           এখনো যে পাইনে,
পিয়নগিরিটাও হত যদি
              পেতাম কিছু মাইনে।
সময় ধেয়ে বয়সটা যখন
              ত্রিশ হল পার,
হন্যে হয়ে ফিরে এলাম
             নেইতো উপায় আর।
এখন আমার চোখের কোঠায়
           রাত্রি নেমে এলো,
ডিগ্রী পেয়েও জীবনটা হায়
              বেকার হয়ে গেল।
আমার মত বেকার শত
                আছে অনেক জন,
সবের মূলে হচ্ছে অধিক
           জনসংখ্যার বিস্ফোরণ।