পত্রে আমার কুশল নিয়ো ,পর সমাচার এই
প্রথম থেকে তোমায় দেখে মনটা ভাল নেই।
যতই দেখি ততই যন তোমায় ভাল লাগে
তাইত তোমায় ভালবাসার ইচ্ছে শুধু জাগে।
তোমার বাড়ি অনেক দূরে কোনবা পাড়াগাঁয়,
প্রতিপলে তোমার স্মৃতি হৃদয় ছুঁয়ে যায়।
তোমার কথা ভেবে ভেবে হয় যে নিশি ভোর
তোমার আশায় বসে থাকি খুলে মনের দোর।
আসবে তুমি, বলবে কথা, ডাকবে আমায় কাছে
কবে আমার মানসী হবে, বলার অনেক আছে।
রাগ করো না, রাগ করো না, রাগ তো ভাল নয়
ভালবেসে তোমার হৃদয় করব আমি জয়।
হৃদয় দিয়ে হৃদয় পাওয়া সহজ কথা নয়,
তোমার কাছে পত্র দিতে লাগছে যে তাই ভয়।
ওগো আমার গোপন প্রিয়া তবু বলে যাই,
ভালবেসে হৃদয় মাঝে একটু দিও ঠাঁই।
আজ এখানেই পত্র লেখা  শেষ করিলাম ইতি
সুখে থেকো, ভালই থেকো গোপন প্রিয়া দিতি।