হরেক রকম আছে যে চোর
            ভোটকু-বাটকু-সরু,
কেউবা করে ছাগল চুরি
          কেউবা করে গরু।
কেউবা করে মুরগী চুরি
           কেউবা করে টাকা,
সিঁদ কেটে ভাই কোন চোরে
            ঘর করে যে ফাকা।
চোরের কাছে গরীব ধনী
           আপন পরও নাই,
সুযোগ পেলেই চুরি করে
               শ্বশুর বাড়ি তাই।
কত ধরনের কত যে চোর
           আছে ভূরি ভূরি,
দেখি কেউবা করে নির্বাচনে
         পুরো ভোটই চুরি।
কেউবা করে রিলিফ চুরি
           কেউবা করে গম,
যারা কলম দিয়ে করে চুরি
            তারা কি চোর কম ?
ভদ্র চোরেরা চেয়ারে বসেই
             করে পুকুর চুরি,
ওরা দিন দুপুরে জনগণের
             বুকে চালায় ছুরি।
ওরা চুরি করে ধরা পড়লেও
              হয় না কিছুই তার,
কিন্তু ছিঁচকে চোরে পড়লে ধরা
              পায় নাকো নিস্তার।
যারা চেয়ারে বসে করে চুরি
                       তারা খুবই বাজে,
তাইত সবাই ঘেন্না জানাই
                    ওদের এহেন কাজে।
সেই আগের মত অপরাধ মুক্ত
             নাইরে পরিবেশ,
আজ চোর ছেঁচড়ে ভরে গেছে
           সোনার বাংলাদেশ।