গাজিপুরে অফিস আমার
                 মিরপুরে বাসা,
বাসে চড়েই করি আমি
    রোজ যাওয়া আসা।
বাসে কোন নেই ঠাঁই
ঝুলে ঝুলে তবু যাই
কোথাও নামে যত যাত্রি
  ওঠে তারও বেশী,
সিট নেই তবু ওঠে
      করে ঠেসাঠেসি।
এত ভিড়ে কার পায়ে
       কেবা রাখে পা,
তবু মহিলারা ওঠেনামে
       গা ঘেঁষে গা।
সব বাসেই একে দশা
যত লোক থাকে বসা
তারচেয়েও বেশী থাকে
       দাঁড়ানো বা ঝুলে,
অধিক জনসংখ্যাই দায়ী
     এই সবের মূলে।
বাস যখন এসে থামে
      দেখে ছাড়ি হাঁফ,
কার আগে কেবা ওঠে
               দিয়ে দৌড় ঝাঁপ।
কত মানুষ আগে পাছে !
তবু ভিড় ঠেলে ওঠি বাসে
জানি, যেতে হবে দশটায়
               সেই গাজিপুর,
এহেন বুড়ো বয়সে চলব
      আর কদ্দূর ?
সংশোধিত ১৯-৬-২০১৫