তোমায় আমি কিযে দেব তেমন কিছু নাই
ভালবেসে উজার করে মনটা দিতে চাই।
নিবে যদি মনটা আমার দিলাম তোমায় নাও
বিনিময়ে ভালবেসে মনটা তোমার দাও।
জোর করে চাই না নিতে তোমার আমি মন
লাগলে ভাল করতে পার প্রেমের আলাপন।
হয়তো জানি দেবে না মন,তুচ্ছ ভেবে হায়,
তবুও আমি প্রেম ভিখারী তোমার দরজায়।
মন দিয়ে তো মনের মানুষ সবাই পেতে চায়,
আমি চাইলে মনটা তোমার দোষ কি বল তায় ?
জানি তোমার কাছে কূল পাবেনা আমার ভালবাসা
হৃদয় মাঝে মরছে কেঁদে আকাশ কুসুম আশা।
মনটা আমার পাগল করে তোমার রূপ-রাশি,
লক্ষ জনের মাঝে শুধু তোমায় ভালবাসি।
অকারণে পাগল হয়ে পাই যে ব্যথা মনে,
তোমার কথা তাইতো ভাবি প্রতি ক্ষণে ক্ষণে।
ভাবছি বসে কিযে দিবে তোমায় উপহার,
মনটা ছাড়া তেমন দামী নেই যে কিছু আর।
তোমার কাছে মূল্য না হোক আমার কাছে দামী,
মন ছাড়া যে অন্য কিছুই পাই না খুঁজে আমি।
অনেক চেনা মায়াবি মুখ হঠাৎ করে পেলে–
তুচ্ছ ভেবে মনটা আমার দিও না তাই ফেলে।