তোমার প্রেমে হাত বাড়ালে
মিলবে না সুখ এই কপালে
জ্বলে পুড়ে হব জানি ছাই।
আমি সেই ভয়ে তো দূরে দূরে
থাকি সদা তাই।।
তুমি সরল মনে আর দিয়ো না
প্রেমের এত ঢেউ,
শেষে জাত-কূল-মান প্রাণও যাবে
দেখলে পরে কেউ।
জানি তোমার প্রেমের যোগ্যতা যে
আমার কিছুই নাই,
বেকার তোমার হৃদয় সিংহাসনে
চাই না পেতে ঠাঁই।
তুমি আগুন নিয়ে আর খেলো না
জীবন-মরণ খেলা,
শুধু একবার মনে লাগলে আগুন
কেঁদেই যাবে বেলা।
ওগো, দু’জনাতে মিলন যদি
না হয় কভু শেষে,
তবে জেনে-শুনে মরবে কেন
এমন ভালবেসে ?
তার চেয়ে গো যেমন ছিলাম
তেমনি থেকে যাই,
খামাখা প্রেমানলে মরতে পুড়ে
আর ডেকো না তাই।