এমনিতে তার মাথা গরম
                 আরো গরম উত্তাপে
কাজের জন্য ডাকলে তিনি
              ভয়ে সবার হৃৎ কাঁপে।
কারণ করেন রূঢ় ব্যবহার
রাগ করাটা স্বভাব যে তার
কথায় কথায় ছুঁড়ে মারেন
                অফিসের ফাইল পত্র,
ছিঁড়ে গিয়ে নথির পাতা
                 উড়ে যত্র তত্র।
স্বভাব যে তার খুবই খারাপ
             জানেন এটা সকলে,
কিন্তু কিছু করার তো নেই
             অফিস যে তার দখলে।
মানুষ তিনি ভীষণ কড়া
মেজাজ থাকে সদাই চড়া
কখন কাকে কিযে বলেন
             থাকে না তার খেয়ালে,
তাই অবসরের দিন তারিখটা
              লিখে রাখেন দেয়ালে।
অন্যেরা ভুল করলে পরে
               বকেন শুধু বারংবার,
নিজে ভুলটা করলে তখন
             দোষের কিছু হয় তার।
কিসের বড়ি কিসের জোলাপ
খেয়ে সদাই বকেন প্রলাপ
লোক দেখানো নামাজ পড়েন
              বড়ই কুটিল তার অন্তর,
নিজে ছাড়া এই জগতে
            সবাইকে সে ভাবেন পর।
নিজেই নিজকে ভাল বলে
             শোনান কতই নছিহত,
সকলকে তাই ভাল হবার
            দেখান সোজা সরল পথ।
কিন্তু তিনি জানেন কিনা
সবাই তাকে করেন ঘৃণা
কারণ তিনি যদিও হাজী
              ভাল নয় তার খাছিয়ত,
তাইত মুখে মানায় না তার
               এমন সুন্দর নছিহত।