নিঝুম রাতে নুইয়ে আছে
                 লজ্জাবতীর ডাল,
‘বউ কথা কও’ বলে পাখি
                   ডাকবে কতকাল।
ঝোঁপের মাঝে গাছের ডালে
            একলা জেগে থাকো,
একলা রাতে বউ কথা কও
           কেন তুমি ডাকো ?
এত ডাকো 'বউ কথা কও'
             কোথায় গেছে বউ ?
সারা জীবন দুঃখে গেল
                খুঁজতে সুখের মৌ।
তোমার বউয়ের মনে ব্যথা
                     হারিয়ে জীবন সাথী,
‘বউ কথা কও’ বলে কেন
                   ডাকো দিবসরাতি ?