আহা ! খুশিতে অবাক হই
যেদিকে তাকাই,
দেখি, এই গ্রাম সেই গ্রাম
আজ আর নাই।
দশ বছর আগে ছিল যে ভাঙা পথ–
আজ পাকা রাস্তা হয়েছে তা
          করে মেরামত
এখানেও রাত হলে
বৈদ্যুতিক বাতি জ্বলে
ঘরে ঘরে ভাই।
আঁখি মেলে দেখি যত
শহরের চেয়েও তত
ভাল লাগে তাই।
ঐ যে প্রিয় পাঠশালারও কথা
            রয়েছে খেয়াল,
একদা ছিল তাতে খড়ের ছাউনি
আর মাটির দেয়াল
এখন ঘিরে  সেথা,
নতুন দালান-কোঠা
দেখতে যে পাই।
পথে নেই কাঁদা-ধুলি,
তাইত এ দিনগুলি
খুশিতে কাটাই।
কত শান্ত পরিবেশে গ্রামখানি
                     রয়েছে ঘিরে,
আর চাই না যেতে আমি
                শহরেতে ফিরে।
ঐ শহরের বিদঘুটে
পরিবেশ ভাল মোটে
লাগে নাতো ভাই,
এ গাঁয়েই বেঁধে ঘর,
বাকীটা জীবন ভর
থাকতে যে চাই।