এখান থেকে অনেক দূরে
কোন এক রূপ নগরে
রূপা নামে রূপার মতই
         একটি খুকী আছে,
কাটায় সে দিন দুষ্টুমিতে
         তা ধিন্‌ ধিন্‌ নাচে।
বললে তাকে পড়ার কথা
অমিনি ধরে মাথা ব্যথা
অসুস্হতার ভান করে সে
         ঘুমায় দাদির পাশে,
চাদর দিয়ে মুখ লুকিয়ে
            মিট্‌ মিটিয়ে হাসে।
যতক্ষণ তার আব্বু থাকেন
            শান্ত থাকে তাই,
মনে হবে তার মত আর
              শান্ত কেহ নাই
কিন্তু ভীষণ দুষ্টু জানি
তেলের সাথে মেশায় পানি
আবার মেশায় লবণ চিনি
           চালের সাথে ডাল,
তাতে দুষ্টু খুকী আনন্দ পায়
           যতই পাড়ো গাল।