বর্ষার ছোঁয়া লেগে ফুল ফোটে বনে
মেঘ খেলে লুকোচুরি চাঁদেরও সনে।
কালো কালো মেঘ ভেসে আকাশের গায়
সূর্য্যের আলোটুকু ঢেকে দিয়ে যায়।
মাঠ-ঘাট থৈ থৈ জলে একাকার,
ঘর-বাড়ি ভেসে নেয়া খেলা বরষার।
ধূয়ে মুচে ময়লা সব নেয় বরষা,
বরষার পানিতেই ফসলের পাই ভরসা।