(ওরে আজব রকমের গাড়ি আমার
          সহস্র পার্টস আছে তার ভেতর
কোন ডিজেল,মবিল, পেট্রল ছাড়াই
চলছে গাড়ি কী সুন্দর
আহা ! চলছে গাড়ি কী সুন্দর)


গাড়ি, চলে না ডিজেলে
           না চলে পেট্রলে,
চলে কেবল ফ্রি গ্যাসে, ও মনোরে
গাড়িখানা চলে কেবল ফ্রি গ্যাসে।।
সেই ফ্রি গ্যাসের সাপ্লাই
দিতাছে মালিক সাঁই
তারে ছাড়া যে কোন উপায় নাই
ভবের এই পরবাসে (ও মনোরে)।।
আজব গাড়ি দুইটি চাকার
তাতে কত যে রঙের বাহার
গাড়িটা বানায় আজব মেকার
ধরে দশটা দিন নয় মাসে (ও মনোরে)।। ।
গাড়ির পার্টস হলে হয়
ইঞ্জিনটা বিকল হয়
যখন কোন নাই উপায়
তখন কি করবি তায়
যেয়ো সেই মেকারের তালাশে (ও মনোরে)।।