গোণার বোঝা মাথায় নিয়ে মাওলা তোমার দ্বারে
এসেছি এই পাপী বান্দা, ফিরাইও না তারে।।
সারা জীবন  মনের ভুলে করেছি যা পাপ
আল্লা তুমি নিজগুণে করে দাও তা মাফ
তুমি ছাড়া মাবুদ যে নাই ডাকব আমি কারে।।
আল্লা তুমি কবুল কর পাপীর মোনাজাত
নিরাশ করে ফিরাইও না আমার দুটি হাত
আল্লা আল্লা বলে তোমায় ডাকছি বারে বারে।।
কিয়ামতের পরে আবার রোজ হাশরের দিনে
শাফায়াৎ কে করবে আমায় দয়ার নবী বিনে
তাই নবীর দেখা মিলে যেন পুলসিরাতের পাড়ে।।