এক যে ছিল দামাল ছেলে
গোপালগঞ্জের টুঙ্গীপাড়াতে,
ডাক নাম তার ছিল খোকা
কিশোরকালে, ছোট্টবেলাতে।
খোকা স্কুলেতে পড়ে যখন
অনেক কিছুই ভাবে তখন
ভাবে খোকা এ দেশ থেকে
পশ্চিমাদের হবে তাড়াতে,
মানব না কেউ ওদের শাসন
          হবে যে তা রুখে দাঁড়াতে।
মাস যায়, বছরও যায়, যুগ
       পেরিয়ে যায় বহুদূর
একদা খোকা পরিচিত হয়ে ওঠে
                বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
ঐ খোকার মারে ইয়াহিয়া
নিঁয়াজী খান, ভুট্টো মিয়া
সেদিন একাত্তরে বাধ্য হলেন
               এদেশ ছেড়ে পালাতে।
খোকার জন্ম হয়েছিল ওদের গদি
                   আগুনে তাই জ্বালাতে।