হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী তুমি
                   হে বঙ্গবন্ধু শেখ মুজিব !
কে বলে যে নেই তুমি
কে বলেছে মরে গেছ তুমি
তুমি যে ঐ বিভীষিকা অাঁধার
          রাতের আলোর প্রদীপ।
হে বঙ্গবন্ধু শেখ মুজিব ।
তুমি না দিলে ডাক স্বাধীনতার
তুমি না দিতে যদি যুদ্ধের হুঙ্কার
তবে কি কখনো কোনদিন
বাংলাদেশ কি হত স্বাধীন
না,না কখনো হত না এদেশ স্বাধীন
বাঙ্গালীরা থাকতাম আজো পরাধীন
ভুলব না কখনো তোমারই ঋণ
তুমি যে রয়েছ তাই এদেশের বুকে চিরঞ্জীব।
হে বঙ্গবন্ধু শেখ  মুজিব।
তুমি আছ স্বাধীনতার উজ্জ্বল গৌরবে
তোমার তুল্য এদেশে আর বল কে হবে
ঐ যে ওড়ে লাল সবুজের জাতীয় পতাকা
তারে মাঝে আছে আজো তোমারই স্মৃতি অাঁকা
তোমার স্মৃতি কি কখনো হারায়
তুমি আছ ঐ রাতের তারায়
তুমি আছ এই ঝরনা ধারায়
আছ কৃষকের গানে নিবিড় মায়ায়
পদ্মা মেঘনা আজো বহে যায়
তোমার অস্তিত্ব খুঁজে পায় ঠিক।
হে বঙ্গবন্ধু শেখ মুজিব।
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
যদি না বলতে এই কথা ৭ই মার্চের ভাষণেতে
তবে বাঙ্গালীরা কখনোই ধরত না অস্ত্র হাতে
তোমারই বজ্র কণ্ঠের সেই মন্ত্র বাণী
দিয়েছিল বাঙ্গালীর প্রাণে তা শক্তি সাহস জানি।
তাই দলমত এক হয়ে সেদিন কোটি বাঙ্গালী
করেছিল যুদ্ধ স্বাধীনতার সকলে মিলি।
৭ই মার্চের সেই উদ্দীপ্ত ভাষণখানি
শুনে যত তৎকালে পাকিস্তানী
শাসক গোষ্ঠীর কেঁপে ওঠে ছিল ভিত,
পরিশেষে বাঙ্গালীর হয়েছে জিত।
আর তুমি হয়েছ মহান নেতা, বিশ্বজিৎ
হে বঙ্গবন্ধু শেখ  মুজিব।