ওরে কিসের বাড়ী  কিসের গাড়ী
কিসের বড়াই কর মন,
দম ফুরালে থাকবে কোথায়
একবার ভেবে দেখরে মন।
বন্ধু-বান্ধব সবার ছেড়ে
থাকবে কোথায় একলা পড়ে
খালি হাতেই বিদায় নিবে
থাকবে পড়ে ধন-রতন ,
দুনিয়ার কামাই দুনিয়ায় রবে
মুদলে রে তোর দুনয়ন।।
কোথায় ছিলে কোথায় এলে
       যাবে আবার কোনখানে
একদিন যে মন আসবে শমন
      হঠাৎ কখন কে জানে
সেদিন তো নয় বেশী দূর
সব অহংকার হবে চূর
আসলে শমন যাবে তখন
শূন্য হাতে ওরে মন।
ভাই-বেরাদার  স্ত্রী পুত্র কেউ
হবে না তোর আপন।।