দিদির স্বপ্ন হারিয়ে গেল
                 কোন আঁধারে হায়,
নিঝুম রাতে ঘুমের ঘোরে
         দাদা ডাকেন আয়।
দাদা–
দেবার চেয়ে সোনার নূপুর
নাচান দিদির সকাল দুপুর
লোভ দেখিয়ে ভোলান দিদির
      সহজ সরল মন,
দাদা যা বলেন তাই করেন দিদি
      কেবল সারাক্ষণ।
আশায় আশায় স্বপ্ন দেখেই
             হয় যে নিশি ভোর
এতদিন পর দিদির আমার
            ভাঙল ঘুমের ঘোর।
ভাবেননি তো দিদি তখন
দাদায় দেবে ফাঁকি এমন
বোঝেননি তো দিদি কভু
                 দাদার চালাকি,
দাদা বড়ই সেয়ানা যে
           তোমরা জানো কি ?
দাদায় দেবেন সোনার মেডেল
         দিদি সারা পাবেন কে ?
সেই খুশিতে দিদি আমার
        তিড়িং তিড়িং নাচেন যে।
মেডেল পাবার স্বপ্ন দেখে
বেড়ান দিদি গাড়ি হেঁকে
কিন্তু যে তার স্বপ্ন পূরণ
           হলো না শেষমেশ,
ফাঁকি দিয়ে দাদা যে তার
               হলেন নিরুদ্দেশ।