একুশ এলে কৃষ্ণচূড়া রঙে রঙে হয় লাল,
একুশ এলে পলাশ ফোটে তাইত চিরকাল।
একুশ এলে ভাই হারানোর বাড়ে জ্বালা বুকে,
একুশ এলে মাগো আমার কাঁদে গভীর দুখে।
একুশ এলে ভাইয়ার শোকে চোখের জলে ভাসি,
একুশ এলে বাবার চোখে দেখি না তাই হাসি।
একুশ এলে রঙ-বেরঙের সাজাই ফুলের ডালা,
একুশ এলে ভাইয়ার জন্য গাঁথি স্মৃতির মালা।
একুশ এলে খুশির বদলে দুঃখ শুধুই পাই,
একুশ এলে ফুল দিতে তাই শহীদ মিনার যাই।
একুশ এলে বরকতের মা কেঁদে ভাসায় বুক,
একুশ এলে ছেলের জন্য বাড়ে আরো দুখ।
একুশ এলে মনে পড়ে সেই বাহান্ন এর কথা,
একুশ এলে রচিত হয় বাংলার শোক গাঁথা।
একুশ এলে ওদের স্মৃতি থাকতে নারি ভুলে,
একুশ এলে শহীদ মিনার সাজাই ফুলে ফুলে।
একুশ এলে রক্ত রাঙা শিমুল, পলাশ ফোটে,
একুশ এলে ভাইয়ার জন্য মনটা কেঁদে ওঠে।
একুশ এলে স্মরণ করি ভাষা আন্দোলন সাল,
তাই শহীদ যারা অমর তারা থাকবে চিরকাল।