ফুল যদি ফোটে
সুগন্ধ ছোটে,
চারি দিকে ধেয়ে কত
অলি এসে জোটে।
না-ই যদি ফোটে ফুল
ভোমর কি হয় আকুল
গন্ধ না পেলে কভু
কুসুমে অতুল !
যাহা কিছু ঘটে
তারও বেশী রটে,
রটা ও ঘটা মিলে
কিছু ঠিক বটে;
বাকী কিছু না কিছু
নিন্দুকে রটে।