লোকটা নাকি খুবই ভাল জানত সকল ছেলে,
চাকরি লোকের দিতে পারেন নগদ কিছু পেলে।
            অনেক জনের অনেক টাকা
            লুটে শেষে গেলেন ঢাকা।
ঐ লোকটার মত এখন ভণ্ড হাজার মেলে,
দেখতে পাবেন গ্রামে-গঞ্জে,হাট-বাজারে গেলে।
তিনি সাহেব,গাড়ি কিনেন হাজার টাকার দামে,
অনেককে ভাই ঠকিয়ে ছিলেন চাকরি দেয়ার নামে।
             বেকার যারা থাকল বেকার
              লুটল কড়ি ভণ্ড ঢাকার।
তাইতো এখন গেল সবার ডানের কপাল বামে,
টাকার শোকে কেউবা কাঁদে ভিজে দারুণ ঘামে।
এমনি করে লুটে টাকা গড়েন দালান বাড়ি,
এখন তিনি ঢাকায় গিয়ে হেঁকে বেড়ান গাড়ি।
            এমনি করে অনেক লোকে
              ধুলো দিয়ে পরের চোখে
হঠাৎ বড় হয়ে শেষে রাখেন এক হাত দাঁড়ি,
দেখলে কবেন, লোকটা যেন বড়ই পরহেজগারী।
কাউকে ‘বাবা’ ছাড়া কন না কথা, গল্প করেন খোশ,
দেখতে তিনি খুবই ভাল, কিন্তু মেজাজটা কর্কশ।
           আছেন এমন ভণ্ড যিনি
          ক’জনেই বা তাকে চিনি
সব কথাতে চেপে রাখেন নিজের সকল দোষ,
আসল কথা জানলে তোমার বাড়বে যে আক্রোশ।