ভাল্লাগে না রাতের বেলায়
           পড়তে আমার বসা,
সন্ধ্যা হলেই কানের কাছে
                ভোঁ ভোঁ করে মশা।
পুঁচকে মশা, কালো মশা
                  লম্বা লম্বা ঠোঁট
এক একটা কামড় যেন
                দা-কুড়ালের চোট।
ঠোঁট বুঝি নয়-সুঁচ কিংবা
               যেন ধারাল ছুরি,
ওদের জ্বালায় ঘুম পাড়ে না
                 আমার দাদীবুড়ি।
এক থাপ্পরে মাবর মশা,
                   তখন পাবি টের
কিলের চোটে নাড়িভূঁড়ি
                করব যেদিন বের।