এত্তোটুকুন মশারে ভাই কেবল জগৎ জুড়ি
পরের রক্ত চুষে খেয়ে বাড়ায় শুধু ভূঁড়ি।
ওরা গরীব দুখীর রক্ত চুষে টুকটুকে হয় লাল,
এমনি করে হয় যে ওদের চেহারা গোলগাল।
তোমরা শুধুই মশা দেখ, খেয়াল কি কেউ কর
এই মানুষের রক্ত খেয়ে হয় যে ওরা বড়।
ওরা অনেক, ওদের দাপট করবে কে সামাল,
ওরা চুষে চুষে গরীব দুঃখীর খাচ্ছে চিরকাল।
রাত্রি এলে হয় বুঝি তাই দেশটা যেন মশার,
কোথাও খুঁজে পাই নাক ঠাঁই নিরিবিলি বসার।
যেখানে যাই সেখানেই ভাই মশার অত্যাচার,
ওদের নিয়ে আরো আছে অনেক সমাচার।
বাত্রি হলে দলে দলে ওরা করে আনাগোনা,
অন্ঋকারে গরীব লোকের শরীরে দেয়া হানা।
মশাগুলো কোথায় থাকে,নেই কি কারো জানা,
আশো-পাশেই আছে ওদের কোথাও আস্তানা
সবাই মিলে ধরব এবার– মারব মশা সব,
তা হলেই তো থাকবে না আর মশার উপদ্রব।