মাঝে মাঝে চিন্তা করি--আমরা সভ্যসমাজ আবার আদিম সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছিনাতো???
মূল আলোচনায় আসি--আমরা জানি পৃথিবীটা গোল বলা চলে।আর একটা গোল জিনিস একই কক্ষপথে ঘুরলে এটি ঘুরতে ঘুরতে এক সময় পূর্বের অবস্থানে ফিরে আসে।আমাদের মানব সমাজের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।
ভাবছেন কি ভাবে????
বলছি-----সভ্যতার সূচনালগ্নে মানুষ কাপড় তৈরি করতে জানতোনা।তারা ইজ্জত বাঁচানোর জন্য গাছের পাতা,ছাল-বাকল ইত্যাদি ব্যবহার করতো।অর্থাৎ ছোট কিছুই ব্যবহার করতো ইজ্জত বাঁচানোর কাজে।বর্তমান সমাজেও কে কতো ছোট কাপড় ব্যবহার করতে পারে তার প্রতিযোগিতা শুর হয়েছে।বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি।
সুতরাং,আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মানুষ তাদের আদিতম স্থানে ফিরে যাচ্ছে। আমরা জ্ঞান-বিজ্ঞানে যতোই উন্নতি করিনা কেন আমাদের অন্তরাত্মা আদিম যুগের কাছেই ফিরে যাচ্ছে।
এই পরিস্থিতি থেকে মুক্তি চাই-মুক্তি চাই-মুক্তি চাই......