ইদানীং,
গন্দমফলের বৃক্ষ পরিবর্তন করছে তার প্রকৃত স্বভাব।  
তা না-হলে নরকের কীট বিজয়চিহ্ন প্রদর্শন করে
কেমন করে বিলাতে পারে স্বর্গমুখী ফুলের ঘ্রাণ?


কীকরে ভাবলে-
ভুলে গেছি আমি আমার আদিপুরুষের আদিনিবাস!
আগুনের হিংসায় জ্বলেপুড়ে ভস্ম কোমলমাটির শেঁকড়!


আমি ভুলিনি-
নিমিষেই নিভে যাওয়া প্রদীপযুগলের স্বর্গ-বিরহ
মনোরম পৃথিবীর সকল সভ্যতা,প্রজন্ম যার কাছে ঋণী।