রাশিরাশি জলে ঢেউয়ের মরণ ভেলায়
প্রেমের রঙ্গলীলা যখন ভালোবাসার মাউন্ট এভারেস্ট
আরোহী প্রেমিক তখন মনমাতানো বাউলা গান।


যে গানে মরম দোলে........
যে সুর প্রিয় সুরেলার.........
যে গানে পেখম তুলে কৃষ্ণ যোগি রাধিকার।


দেহের বীণায়
মনের তার যখন কৃষ্টির রব
কবি তখন কবিতার সখা দর্শন তার মিলনই সব।


যে -কীনা আউলাকেশী
ছন্নছাড়া পাগল পুরুষ এক
নারীর মোহে সর্বত্যাগী সমাজচোখে চর্মরোগ।


তবুও সে নির্ভীক
সম্মুখ সমরের লড়াকু
পরনে তার সনাতন লৌহবর্ম
তোয়াক্কা করে না কোনো আঘাত
পরোয়া করে না গুলির বৃষ্টি
দৃষ্টি কেবল তারই দিকে চিরন্তন যে পরম এক।