আফসোস!
কেউ কিছু বলে না-কেউই না!


সুবহে সাদিকার কাজিব চেহারায়
আজিব মেকাপের সজীব চিত্র দেখে
ভোরের সুবাসিত শেফালিকে  প্রশ্ন করেছিল সেদিন
অমাবস্যা রাতের কোনো এক গহীন আঁধার;
সেও কিছু বলে নি-সেও না!


বরং বোবার পাটে তার-
লা-জবাব ভঙ্গিমার নিখুঁত অভিনয়,
অবাক করলো আমায় ভীষণ অবাক!


উপরন্তু কালো ওড়নায় সে মুখ ঢেকে
নিমিষেই কেটে পড়লো  চুপসে........
হ্যাঁ বা না তার কোনো একটাই বলে নি!
কোনো একটাই না!


আফসোস!
কেউ কিছু বলে না-কেউই না!


দিলগভীরে অঙ্কুরিত যন্ত্রণার বীজ,
জ্বালার পর জ্বালায়-
ভষ্ম করে দেয় মাটির সুকোমল দেহ;


রক্তে রঞ্জিত কবির হৃদয়ের লাল কলম
মেঘলা আকাশের বিষাদময় কালি দিয়ে
জীবনের খাতায় লিখতে থাকে
একের পর এক নীল কবিতা...........


আফসোস!
কেউ কিছু বলে না-কেউই না!