স্বর্গীয় আলেখ্যের মনোরম প্রতিচ্ছবি যে প্রেম আমার
সুদীর্ঘ চৌদ্দবছরের সাজানো ফুলবাগান,
যে প্রেমের অমৃত সুধা পিয়ে পিয়ে আজ আমি
অজস্র কবিতার জনক-জননী,
নির্মাণশিল্পী হাজারো গানের;
সেই পূতপবিত্র প্রেম তুমি আমার!
কী করে তোমায় ভুলে থাকি বলো?!
অপূর্ব সুন্দরের দোলায় যে অতীত
সুগন্ধি বিলায় আতর-আগরের,
স্মৃতির অজস্র ভান্ডার যেখানে রসদ যুগায় প্রীতির;
সেই পূতপবিত্র প্রেম তুমি আমার!
কী করে তোমায় ভুলে থাকি বলো?!
যে প্রেম ছিলো পঙ্কিলতাবিহীন নিষ্পাপ কুমারের সাথে
চিরায়ত গ্রাম বাঙলার সুহাসিনী কিশোরীর,
সুকণ্ঠী কোকিলার সাথে স্বজাতি দোয়েলের।
মমতার চিত্রকল্পে অঙ্কিত যে গল্পে ছিলো-
মান অভিমান আর অপমানের অনেক পর্ব ,
কুটিল ষড়যন্ত্রের জটিল সমীকরণ,
বিনা অপরাধে একের পর এক সাজা ভোগ করে করে
জীবন আমার বিনাশ যে তোমারই জন্য;
সেই পূতপবিত্র প্রেম তুমি আমার!
কী করে তোমায় ভুলে থাকি বলো?!
চোখের সাথে চোখের মিতালি যে প্রেম আমার
হৃদয়ের সাথে হৃদয়ের বাসর,
সেই পূতপবিত্র প্রেম তুমি আমার!
কী করে তোমায় ভুলে থাকি বলো?
ছন্দের সাথে সুরের গিতালি যে প্রেম আমার
হাজারো দিনের নিবিঢ় পরিচর্যা,
নিরলস সাধনা সহস্র রাতের;
সেই পূতপবিত্র প্রেম তুমি আমার!
কী করে তোমায় ভুলে থাকি বলো?!
চিকনকালা প্রিয়তমা যে তুমি আমার
বিশুদ্ধ ভাবের নির্মল জোয়ার,
সঞ্জীবনী সালশা সমুহ কবিতার,
সঙ্গীতের অভিনব রাগ-রাগিনী;
সেই পূতপবিত্র প্রেম তুমি আমার!
কী করে তোমায় ভুলে থাকি বলো?!
কী করে বলো ভুলে থাকি তোমায়?!