ভাবলেশহীন ছন্দের
সনাতনী রুটিনকে আলবিদা জানিয়ে
মূলোৎপাটন করো ব্য-প্রণালির!


নতুন পৃথিবীর নতুন চাহিদাকে
নতুন কাব্যকলায় বরণ করে
ফুলের জলসায় গাও!
নতুনসুরের নতুনগান।


সময়কে স্বাগত জানাও হে নতুন!
সময়কে স্বাগত জানাও!
যে সময় গতি নির্ধারণ করে,
বহনকরে লাল-সবুজের সংকেত,
পাল্টায় রং
ছুটায় জং।


অনুলিপির ভরাট বৃত্তে
আর কোনো কালিরদাগ মানানসই নয় বন্ধু!
আর কোনো কালির দাগ মানানসই নয়!
তৈরীকরো বরং স্বকীয়তার উদ্ভাসিত কলম!
যেকলম নতুন রঙের নতুন কালির...........


নবোদ্যমে জানান দাও! তুমি কেবলই তোমার!
তোমার ভূবনে শুধুই তুমি!নিরুপম তুমি কাব্যকার।