মিষ্ট ভীষণ-
ওষ্ঠ তব,
বক্র-কুটিল মন;
শঠ-চাতুরে-
হৃদে কেবল,
কপঠ চিত্রায়ন।


চাল খেলুড়ে -
হৃদয় তব,
ছক্কা-চারে মাত;
ঘুঁটির বাঁকে-
এই আমারে,
করে দিল কাত।


মর্ম জটিল-
ধর্ম তোমার,
রস্যময়ী মুখ;
স্মৃতির তটে-
নাও ভিড়িয়ে,
যাও বিলিয়ে দুখ।