কলঙ্কের কালিমায়-
মলিন তনুমন,
অসার  জীবন।


ধনুকের শর ফলকে-
উৎকীর্ণ বুক,
রক্তের ফিনকি।


আঘাতে আঘাতে-
নিশ্চুপ-নিথর,
সংজ্ঞাহীন-অসাড়।


বিষন্ন চেহারায়-
আলো-আঁধারি,
সজল দুই নয়ন।


যন্ত্রণার ভারে-
সন্তাপিত মগজ,
মস্তিস্কের বিকৃতি।


ভাবনার রাজ্যে-
শেল বৃষ্টির ঢল,
দুর্ভিক্ষের আকাল।