নির্মল নির্মেঘ শ্বেতশুভ্র উদরাকাশ,
স্বচ্ছ পূর্ণিমার আলোঝলমল তিথিগর্ভ,
নিবেদিতপ্রাণ চিরকুমারী ওই সেবিকার-
অবাঞ্চিত অনন্দিত কুৎসিত সেই রুপ,
বাতুনি খোদার পাতানো জাল;
গরম জলোচ্ছিটা বৈশ্বিক উষ্ণতার।
সমাজের চোখে জারজ বেজন্মা,
পাপাঙ্কিত দেহের নোংরা ফসল,
পিতৃপরিচয় বিহীন এক দুগ্ধ শিশুর-
অঝোরধারায় বৃষ্টি ঝমঝম.........
চিরসত্য কথামালার আজব প্রসব;
''একক স্বত্তার দাসেক আমি
প্রেরিত তার সত্যদূত এক
নিষ্কলুষ আমি নিষ্পাপ আমার মা।''
সময়ের চাঁদ কপালে দানবের কালোটীকা,
আঁধারের পাল্লা ভারী থেকে ভারীতর,
সূর্যের গলে শয়তানের রজ্জু,
পৃথিবীর কাঁধে ইবলিশের ভর;
শ্রেষ্ঠ কলঙ্ক জগৎ সেরা মানবের।
দৃশ্যত প্রাণের সংহার,
অদৃশ্যের যাদুময় ভেলকি,
নিমিষেই ঐশ্বরিক বিমান-
পলকেই মহাশূন্যে;
কাষ্ঠের ছলনায়-
মৃত্যূর কোলে-
জনৈক জিউ।