তোমারই কারণে নারী
এই পৃথিবী রাঙলো,
আদম পয়দার খোদায়ি ঘোর
এক নিমিষে ভাঙলো।


তোমার জন্য স্বর্গীয় সুখ
আদম জাতি খোইলো,
কূটকৌশলে আজাজিলে
শয়তানি বীজ রোইলো।


তোমার জন্যে মরলো হাবিল
কাবিল তারে মারলো,
বাপ আদম আর মা হাওয়ার
মুখের হাসি কাড়লো।


কতো যুদ্ধ- ফিতনা-ফ্যাসাদ
গড়ালো এই বিশ্বে,
তোমা থেকে  নারী কেবল
তুমিই ছবির দৃশ্যে।


তুমিই সকল ধ্বংসের মূল
সফলতায় মূখ্য,
তুমিই আসল তুমিই নকল
চিন্তা করলে সূক্ষ্ম।