আমার চোখের শিরায় শিরায় উপছে পরে রক্তবান
তোমার চোখের কোনাচ ছুঁয়ে ঢেউ তুলেছে কাজল টান।


আমার কাছে সমাজ যখন রক্তকনার হিসেব চায়
তুমি তখন শাসক হয়ে গুনছ তারা নির্দ্বিধায়।


রক্ষা করার নামান্তরে আনাচে-কানাচে জালিয়াতি
কাঙাল এ দেশ বন্দক দিয়ে , ধর্ম নিয়ে রাজনীতি ।


মানুষ আজও  স্বপ্ন খোঁজে কাঁচ ভাঙা দূরবীনে
শাসক তুমি মশাল জ্বালো  চুরি করা কেরোসিনে ।।