আজ বার বার মনে পরে তোমায়।
কতো স্বপ্ন ছিলো,
তোমার -আমার দেখা হবে আজ।
দোষ নেই কারো,
সবইতো নিয়তির পরিহাস।


কালো শাড়ি পরে, খোলা চুলের অর্ধ বাঁধনে
দাঁড়িয়ে থাকবো তোমার পথ চেয়ে।
হাতে এক মুঠো চুড়ি পরে
একটি লাল গোলাপ নিয়ে।
আসবে তুমি, আসছো তুমি, আর কতোক্ষণ?
উহ্!!!  আর কতোক্ষণ??


হয়তো অপেক্ষায় অপেক্ষায় বিরক্ত হয়ে যেতাম।
তুমি আসলে হয়তো বলতাম,
"এতো দেরি হলো যে?"
না হলে হয়তো তুমি চলে আসতে আগে।
আর আমি রেডি হতেই লেইট করে ফেলতাম।
কোনো মতে দৌঁড়ে এসে
তোমার সামনে দাড়াতাম।
ঘাম ঝরতে থাকতো আমার মুখমণ্ডল জুড়ে।
আর বলতাম, " স্যরি!! আ'ম লেইট।"
তুমি হয়তো বলতে, "ইট'স ওকে।"


আর না হলে দেখা হওয়ার সাথে সাথে
মিষ্টি হাসি বিনিময়ে সব ভুলে যেতাম দুজন।
হয়তো তুমি বলতে, "শুভ জন্মদিন "
আর আমি ধন্যবাদ না দিয়েই
তোমায় ঠিক তোমার মতোই বলতাম,
"ভালোবাসি তোমায়"


হয়েতো তোমার চাঁদ মুখ পানে চেয়ে থাকা হতো।
হয়তো তখন আবেগ মাখা কিছু গল্প হতো।
আজ খুব মনে পড়ে তোমায়।
হয়তো আজ সকালে উঠে
রওয়ানা করতে দেরি হতো তোমার।
আমি রাগ করে বলতাম, " আসতে হবে না।"
তুমি হয়তো আগের মতোই পাগল থাকতে
আর বলতে," না আমি আসবো,
প্লিজ রাগ করো না।"


তোমার হয়তো আজ আমায় মনে পরে না।
তোমার কি দোষ এতে
সবইতো নিয়তির পরিহাস।
কিন্তু আজ যে আমার
মনে পরে তোমায় বার বার।