হাওয়াও তুমি পাখিও তুমি
এ এক অলৌকিকতা !
ঝড়ও তুমি বিকেলও তুমি
লাবণ্য তুমি
টানাপোড়েন তুমি
সুদূর সম্মোহন-
তুমি কবিতা !


উৎপীড়ন প্রশান্তি মোহময়তা ভাবাবেগ,
গৌণ মুখ্য গুপ্ত ব্যক্ত,
তুমি উন্মোচিত ফুলবন,
রূপ- অরূপের সিঁড়ি
নিরব ধ্যান এবং ধ্যানভঙ্গের কারনও তুমি একজন
এক " রূপ- লাবণ্য- বর্ণিকাভঙ্গম "
নিরবধি নদী
প্রেম- পারের সাঁকো
যে ঢেউ সেই যেন পাল
সেই যেন উজান
ভাটার কারিগর
অবাধ্য হাওয়াকে এ যেন পাখির পাখনায় বদলে দেওয়া।