তুমি দ্বিধাহীন হও
স্পর্ধা দেখাও-
স্ট্রেইটকাট ধনুকে আনো বাণ-
নির্বাণ কর আমাকে !
প্রশ্ন তুমি অতীত বা অতি অতীত
গোপন পাখির পালক খুলে ফ্যালো !
নাম- পরম্পরা, ঠিকানা, আমার চৌদ্দপুরুষের ইতিহাস তাক করে ছোড়ো শেল !
কারচুপি খুলে দাও
মুখোশ মানস তন্নতন্ন করে ছিড়ে
দেখ অভিশাপগ্রস্ততার কারণ- অকারণ, মৌন তপস্যার গৌণ- গূঢ়ার্থ !
আমাদের যাযাবর জীবনের ছয়শ' বছরের ইতিহাস,
আছে ভূমিরূপ প্রপিতামহের আঙ্গুলের ছাপ !
প্রশ্ন তুমি জেনে রেখো- এত ভালো আর কেউ বাসবে না কোনোদিন, তোমাকে !
মানুষ প্রশ্নাত্মক গোলাপ এড়িয়ে চলে চিরকাল;
আমি ভালোবাসি বন্দুক-
সত্য বন্দুক আমার বুকে তাক করার সাহস এই পৃথিবীর মানুষের নেই !