তোমাকে রেখেই দূরে কোথাও চলে যাই। যাই না। তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাই। পথপাশের গদ্য খাই। হাওয়া খাই না। সবুজকে বলি- 'এই নীলটা সুন্দর না !' বিহঙ্গঝরা পালককে বলি- দেখ, শুধু দেখে যাও। কিন্তু সে ছুঁতে চায়। তৃণচোখ, বাকলহাত, পাতার জিহ্বা প্রভাবিত হয় !


আমি তো কঙ্কাল- তুমি হৃৎপিন্ড, ত্বক, চোখ। কি থাকে, তোমাকে সত্যিই খেয়ে ফেলে যদি ?
দূরে কোথাও একা চলে যাই। পুরোপুরি যাই। চোখ, ত্বক, হৃৎপিন্ড খাওয়ার দৃশ্য থেকে পালাই- আমি কঙ্কাল !