আমার মত খুটে খুটে তোমাকে আর কে দেখে ?
তোমার আফ্রিকা মিসিসিপি দেরাদুন সিন্ধু গঙ্গা বিপাশা'র পাশে
গুটিশুটি মেরে কে ঘুমিয়ে পড়ে ?
এক নিঃশ্বাসে পড়ে ফেলে নদী পাহাড় গিরিশৃঙ্গ,
এই ভূগোল
এই লোৎসে কাঞ্চনজঙ্ঘা হয়ে পৌঁছে যায়
মেঘের কাছাকাছি-
পদ্মাবতীর তীক্ষ্ণ সিঁথি বেয়ে ব্রহ্মপুত্রের কিনারে ?
কেশপাশে কে গুঁজে দেয় জারবেরা জিনিয়া, শস্যের হাসি ?
বেণি থেকে ঝরে পড়া অর্কিড কুড়োনোর নেশায়
ছুটে বেড়ায় গুপ্ত ইনকা পারস্য প্রতিভার পাতায় পাতায়-
কে জানে তোমার ট্রাজান আলেকজান্ডারকে অত ভাল করে আর ?
প্রাচীন সুন্দরীগন যার নখের সমানও সুন্দর ছিলো না, তুমি সেই নারী !
আমার মত খুটে খুটে কেউ দেখে না তোমাকে !
তোমার আফ্রিকা মিসিসিপি.. হিজল কাশবন...
বৃন্তচ্যুত ফুলের মায়া ছুঁয়ে
যে শৈশব পেরোয়নি এখনো বয়ঃসন্ধি- আমি সেই বালককেও চিনি !