১. কবিতায় তোমার ঘ্রাণ


প্রিয় পদচ্ছাপ, আমাদের ছায়াসংসার- মুসাফির হাওয়ার সাথে গেলো উড়ে! শ্রাবণ ধানের পাতায় খুব পরিচিত একটি ঘ্রাণ- আজন্ম প্রেমিকার মত ঘাসকাঁটার সীমানা পেরিয়ে, উঠে এসে- নিউরোনে নিঃশব্দপাশে
মেখে নেয় একে অন্যের ধূসর, নীল।
নিঃসঙ্গ একটা চুড়ির আওয়াজ এই কবিতায়।
কবিতায় তোমার ঘ্রাণ!


২.তাকাও


পাতার জাফরি খুলে জলপাইফুল-
সকাল,
পারদের মত রোদ্দুর
ঝুঁকে এসে অভিবাদনের ভাবানুবাদ
বিনীত বেয়ারা দাঁড়িয়ে পড়ে
তুমি তাকালে রোদ সরে যায় !