ছোঁবো না প্রিয় নীল- নীলিমার বিকেল, এই ভিড়ভাট্টা, কাশফুলের দিকে ছুটে চলা শুক্রবারের আবেগ !
অপ্রিয় ফুল, রঙ, ফুটপাত ধরে সূর্যাস্তের আগেই বুড়িগঙ্গার পাড়ে পৌঁছে কি হবে !
ধোঁয়ার ধসধস- শব্দের পাশে বসে অশ্লীল এককাপ চা খাবো। শিশুশ্রমিকের পাশে ছড়িয়েছিটিয়ে থাকা কয়েন, কয়েনের উপর গোধূলির আলোকবিচ্ছুরণ যে দেখেনি; সবচেয়ে সুন্দর দৃশ্য থেকে বঞ্চিত মানুষটার মেকি হাসি আমি ছোঁবো না- আমাকেও ছোঁবে না গলদ গল্প গুলো।
তুমি উদ্যানে হাতপা ছড়িয়ে একবার আকাশ, একবার প্রেমিকার কপালে চূর্ণচুলের খেলা দেখে কত কি ভাবছো, এসব আর ছোঁবো না আমি।
ছোঁবো না নীল- নীলিমার বিকেল। শৈল্পিক আড্ডা, পরস্ত্রীর বাতিল হাসির কারণ-অকারণ।
ভূমিহীন চুলোহীন মানুষগুলোর সঙ্গোপন হাসিটা আমি খুব গোপনে দেখে আসবো। এসব নীল- নীলিমার গল্প আর ভাল্লাগে না।