বিরামচিহ্ন মুছে ফেলতে চেয়েছিলাম ! বন্ধনীতে আসলেই আমাদের ফুসফুস, শিশুবিদ্রোহীর মত ছোড়ে তার নাজুক হাত-পা। এই শহরে এত স্পিডব্রেকার ! নারীর শরীরের যত গাঁট, বাঁক খোলা হয়ে যায় ফুলশয্যার আগেই-  তার চেয়ে বেশি কুলিন এই পরিবিবি'র শহর। আমরা যাবতীয় দেয়ালের পক্ষে আর বিপক্ষেও বলেছি-
কমা তুলে দিলেই আমি ছুঁতে পারি গালের টোল তোমার, গ্রীবাদেশ, ছোট্ট তিল !


পাশফিরে শুতে পারো তুমি, হে শহরমুখী লেপিসলাজুলি- আগে খোলো প্রাবেশাধিকারের ভুল বানান তোমার !