নির্বাচিত দুঃখগুলো
আলমারির ভিতর
ভাঁজ ভেঙ্গে জীবন্ত হয়ে ওঠে-
যেমন শূককীট প্রজাপতি হয়ে ওঠে !


পুরোহিত বেশে আসে বাইশ সেপ্টেম্বর,
একটা কাল্পনিক জন্মদিন
অনেক ভাঙ্গার পরে হাড়মজ্জার করতলে
আসে ঘুম; করতলে আশিরদশক !


বেহালা যখন উন্মোচন করে সুর-
আমাদের মজ্জার ভিতর স্ফীত গাম্ভীর্য নিয়ে
হেসে ওঠে সমুদ্র-
নীলের বিলাস...


বিপন্ন আকাশ থেকে ছুটি নিয়ে নেয় পাখিরা-
ডানার ছল নিয়ে দরজায় বাজে
তখনো, এক ঝাঁক নীরবতা !