১.
তোমার ঠোঁটে ঠোঁট রেখেছে রাত। হাতের মুঠোয় অযুত অজুহাত ! ছাড়িয়ে নিও গোপন আরাধনা। গুপ্ত ব্যক্ত ত্বকের ব্যাকুলতা ! রাতের অধিকারেই থাকুক চুল- তাড়াহুড়োর তুমুল হুলস্থুল। রাতের হাতেই সপে দিয়ে শেষ, ধ্যানে ঢেউয়ে ধুয়ে মগ্নবেস !


২.
প্রসঙ্গ পাহাড়ের দিকে ঘুরিয়ে দিলো ঋতু । অঙ্গ এখনো পুঁড়ছে পাগলামিতে ! স্নিগ্ধতা মেখে ঋতু, পাহাড়ে কুড়োবে ঝরাপাতা এই শীতে !